Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩

নির্বাচন কমিশন ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।’

এ দিকে, আজ সকাল থেকে তিন দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে অবস্থান নেয় ছাত্রদল।

বিজ্ঞাপন

এ সময়, নেতাকর্মীরা সড়কের ওপর অবস্থান নেওয়ায় এবং খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান চলায় ওই এলাকার যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর