Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোকোকে নিয়ে কটূক্তি
খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:১৫

জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা

খুলনা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

জানা যায়, খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আমির হামজার এ রকমের বক্তব্য আরাফাত রহমান কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানাধীন সিএন্ডবি এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থান করার সময়ে বাদী এসব বক্তব্য শোনেন এবং দেখেন।

মামলার আইনজীবী বাবুল হাওলাদার বলেন, ‘রোববার আদালতে আরজি দাখিল করা হয়েছিল। সোমবার আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য সোনাডাঙ্গা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর