ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ডিএমপির ১৪টি থানায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে লালবাগ থানা একজন, সূত্রাপুর থানা দুইজন, মিরপুর থানা একজন, মোহাম্মদপুর থানা ১৮ জন, তেজগাঁও একজন, পল্লবী দুইজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা তিনজন, যাত্রাবাড়ী থানা চারজন, গেন্ডারিয়া থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা একজন, উত্তরখান থানা একজন, শাহবাগ থানা ১৫ জন এবং ওয়ারী থানা একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।