Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ আইজিপির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১২ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: নরসিংদীর মাধবদীতে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ফ্যামিলি ডে অনুষ্ঠান থেকে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে নরসিংদী জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে নরসিংদী পুলিশ।

এদিকে ক্র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ক্র্যাব চত্বরে মানববন্ধনের ডাক দিয়েছে সাংবাদিক এই সংগঠনটি।

বিজ্ঞাপন

অপরদিকে ক্র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক), আইন, বিচার, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), পলিটিকাল রিপোর্টার ফোরাম এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যাদের ওপর সন্ত্রাসী হামলার মূল আসামি ধরা পড়েনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. আলাল সরকার, মো. রনি মিয়া ও মোহাম্মদ রিফাত মিয়া। এদের মধ্যে আলাল ও রনিকে একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারী সবাইকে শনাক্ত করা হয়েছে। তারা পালিয়ে থাকলেও গ্রেফতারে নরসিংদীজুড়ে অভিযান চলছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, হামলাকারীরা যে দলের কিংবা যারাই হোক তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে অনুষ্ঠানের আয়োজন করে। ওইদিন সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের সামনে বাসগুলো সাময়িকভাবে পার্ক করা হয়, যাতে ক্র্যাব-সদস্য সাংবাদিকরা সহজে বাসগুলোতে উঠতে পারে। এ সময় একদল সন্ত্রাসী রাস্তায় বাস পার্কিংয়ের অজুহাতে সাংবাদিকদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১০ জন আহত হন। গুরুতর আহত হন পাঁচজন।

এ ঘটনায় গুরুতর আহত ক্র্যাব সদস্য এস এম ফয়েজ আলী বাদী হয়ে মাধবদী থানায় গাড়ি পার্কিংয়ের মালিক হারুনকে প্রধান করে অপর আটজনের নামসহ অজ্ঞাত ৪-৫ জন সহযোগীকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্সহ কার্যনির্বাহী কমিটির নেতারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ড্রিম হলিডে পার্কের সামনের এ ঘটনায় স্থানীয় চাঁদাবাজদের তালিকা করে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর