Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি এনে মা দেখেন সন্তান অপহরণ, রিকশাচালকসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৯:২১

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী

ঢাকা: রাজধানীর মুগদা হাসপাতাল এলাকায় রিকশায় করে কিছুদূর যাওয়ার পর হিসান তার মা সুমাইয়া আক্তারের কাছে পানি পান করতে চাইলে তিনি সন্তানকে রিকশায় রেখে পানি এনে দেখেন রিকশাচালক শিশুটিকে নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শিশু হিসানকে উদ্ধার এবং এই ঘটনায় মূল অপহরণকারী রিকশাচালক মো. চাঁন মিয়াসহ (৪১) ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ার বাজারে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

গ্রেফতার অন্যান্য তিনজন হলেন- অপহরণকারী মো. চাঁন মিয়ার বাবা মো. নূর মোহাম্মদ ও মা চাঁন মালা এবং মোসাম্মদ কুলসুম বেগম।

বিজ্ঞাপন

ইন্তেখাব চৌধুরী বলেন, গত ২৯ জানুয়ারি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তিন বছরের শিশুকে অপহরণের ঘটনায় ভিকটিম হিসানকে উদ্ধার এবং অপহরণকারী মো. চাঁন মিয়াসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাব এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং দ্রুত সময় এই শিশু সন্তানটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, ভুক্তভোগী শিশু হিসানের মা সুমাইয়া আক্তার রাজধানীর দক্ষিণগাঁও সবুজবাগ থানা তিন এলাকায় বেশ কিছুদিন যাবত বসবাস করে আসছেন। সুমাইয়া আক্তারের স্বামী গত ১২ বছর যাবত প্রবাসে থাকায় তার তিন সন্তানকে নিয়ে তিনি নিজেই বাড়ির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।

‘গত ২৮ জানুয়ারি সকাল ১১ টার দিকে সুমাইয়া ছেলে হিসান রহমানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তার দেখানো শেষে তিনি ছেলে হিসানকে নিয়ে মৌচাক মার্কেটের উদ্দেশে রওনা হওয়ার জন্য তিনি একটি অটোরিকশায় উঠেন। রিকশায় কিছুদূর যাওয়ার পর হিসান তার মার কাছে পানি পান করতে চাইলে ভুক্তভোগীর মা সুমাইয়া আক্তার তাকে রিকশায় রেখে পানি আনতে যান এবং এসে দেখেন রিকশাচালক তার সন্তানকে নিয়ে পালিয়েছে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এরপর ওই এলাকায় ভুক্তভোগীর মা সুমাইয়া অনেকক্ষণ খোঁজখবর করে না পেয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৩, র‍্যাব ১৩ এবং র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রমনা থানাধীন ওয়ারলেস গেট গ্র্যান্ড প্লাজা এলাকা থেকে অপহরণকারী মো. চাঁন মিয়াকে গ্রেফতার করে। এ ছাড়াও গাইবান্ধা জেলার পলাশবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামির বাবা মা মো. নূর মোহাম্মদ ও চান মালা এবং মোসাম্মদ কুলসুম বেগমকে গ্রেফতার করে।

তিনি বলেন, চান মিয়া তার নিকট আত্মীয় আজাদ নামে এক ব্যক্তির কাছে ভুক্তভোগীকে দিয়ে গাইবান্ধায় তার নিজ জেলায় গোবিন্দগঞ্জ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হস্তান্তর করে। এসব তথ্য পর্যালোচনা করে র‍্যাব তিন ভিক্টিমের অবস্থান নিশ্চিত করে এবং এই তথ্যটি রংপুরের র‍্যাব-১৩ কে পাঠায়। পরে র‍্যব-১৩ অত্যন্ত ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে।

‘গ্রেফতার চান মিয়া এর আগেও বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত ছিল। যে কারণে তার নামে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা এবং মুগদা থানায় একটি মাদক মামলা রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর