Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আলামতের গুদাম থেকে ২৭ লাখ টাকা চুরি


২০ মার্চ ২০১৯ ০১:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালত ভবনে জেলা পুলিশের আলামত রাখার গুদাম (মালখানা) থেকে ২৭ লাখ ২২ হাজার টাকা চুরি হয়েছে। এই টাকা বিভিন্ন মামলার আলামত হিসেবে সেখানে রাখা হয়েছিল।

গত সোমবার (১৮ মার্চ) সকালে মালখানায় চুরির বিষয়টি ধরা পড়ে।

মঙ্গলবার রাত পর্যন্ত তালিকা ধরে আলামত যাচাই-বাছাই শেষে ২৭ লাখ ২২ হাজার টাকা চুরির বিষয় নিশ্চিত হয়েছে পুলিশ। রাতেই মামলা দায়েরের জন্য আদালতে দায়িত্বরত জেলা পুলিশের টিম কোতোয়ালী থানায় গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, তালিকা ধরে আলামত যাচাই-বাছাইয়ের পর মোট ২৭ লাখ ২২ হাজার ৯৭১ টাকার গড়মিল পাওয়া গেছে। তিনি বলেন, আলমারি ভেঙ্গে এই টাকা চোর নিয়ে গেছে। মোট ৬৪টি মামলার আলামত হিসেবে ছিল টাকাগুলো।

তবে মামলার কোনো নথিপত্র খোয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

গত শুক্র, শনি ও রোববার তিনদিনের ছুটি শেষে সোমবার সকালে আদালতে গিয়ে জেলা পুলিশ কর্মকর্তারা তাদের মালখানার দরজায় নতুন তালা দেখতে পায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলামত তছনছ করা হয়েছে দেখতে পান তারা।

এ ঘটনায় মালখানার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

সারাবাংলা/আরডি/আরএফ 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর