নারীর ময়নাতদন্ত করতে গিয়ে পেটে মিলল ১৫০০ ইয়াবা
৩ এপ্রিল ২০১৯ ২২:৫৫ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ২৩:৩২
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর ময়নাতদন্ত করার সময় তার পেট থেকে ১৫০০ পিস ইয়াবা পেয়েছে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। ওই নারীর পেটে মোট ৫৭ প্যাকেট ইয়াবা ছিল। পেটের মধ্যে দুই প্যাকেট গলে যায়, বাকি ৫৫ প্যাকেটে ওই ইয়াবাগুলো মেলে বলে সারাবাংলাকে জানান শেরেবাংলা নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
বুধবার (৩ এপ্রিল) রাতে আবুল কালাম আজাদ জানান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সেলিম রেজার ফোন পেয়ে মর্গে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, যে নারীকে ময়নাতদন্তের জন্য রেখে গিয়েছিল শেরেবাংলা নগর থানা পুলিশ। ময়নাতদন্ত করার সময় নারীর পেটে ইয়াবার প্যাকেটগুলো পাওয়া যায়। সেগুলো গুনে ১৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ পরিদর্শক জানান, অজ্ঞাত পরিচয় মরদেহ সোমবার (১ এপ্রিল) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পড়েছিল। এর আগে ওই নারীকে দুইজন লোক হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ শুনে ওই দুইজন অ্যাম্বুলেন্স ভাড়া করার কথা বলে বাইরে গিয়ে আর ফেরত আসেননি। গতকাল পর্যন্ত কাউকে না পেয়ে বুধবার সকালে বেওয়ারিশ লাশ হিসেবে সেটি শেরেবাংলানগর থানা পুলিশের কাছে দেওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অজ্ঞাত পরিচয় ওই নারীর আঙুলের ছাপ নেওয়া হয়েছে। সেটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।’
ওই নারীকে হাসপাতালে নিয়ে দুই ব্যক্তি কারা তা হাসপাতালের সিসি ফুটেজের মাধ্যমে তা শনাক্ত করা হবে বলেও তদন্ত কর্মকর্তা জানান।
সারাবাংলা/ইউজে/একে