Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতে সোনার বারসহ চীনের নাগরিক আটক


৮ মে ২০১৯ ১০:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের এক নাগরিকের কাছ থেকে ২৪ পিস সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এসময় ওই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

বুধবার (৮ মে) সকালে আটক চীনের ওই নাগরিকের নাম ফান রঙ্গুই।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন সারাবাংলাকে জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) চীনের এই নাগরিক দুবাই থেকে চট্টগ্রামে আসেন। সকাল ৭টা ১০ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় তাতে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে সেটি খুলে তল্লাশি করা হয়।

কাস্টমসের উপ-কমিশনার জানান, লাগেজের ভেতরে একটি চার্জার লাইটের ভেতরে ২৪ পিস সোনার বার পাওয়া গেছে। জব্দ হওয়া বারের ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

‘সোনার বারগুলো পাওয়ার পর ওই যাত্রী হঠাৎ দৌড়ে বিমানবন্দরের বাইরে চলে যান। এ সময় কাস্টম কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা মিলে ধাওয়া দিয়ে তাকে আটক করে।’

আটক চীনা নাগরিকের বিরুদ্ধে স্থানীয় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাস্টমসের এ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম শাহ আমানত সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর