খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার; স্বামী পলাতক
৮ জুন ২০১৯ ০৫:০৩
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার একটি বাসায় আলেয়া আক্তার হুসনা (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মনির হোসেনকে খুজে পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ।
শুক্রবার (৭জুন) দুপুর ২টার দিকে নবীনবাগের ২৫২/২ নম্বর বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) শেখ জসিম উদ্দিন জানান, আলেয়া তার স্বামী মনির হোসেনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতো। দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে আলেয়ার মৃতদেহ উদ্ধার করেন তারা।
পুলিশের ধারণা আলেয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে স্বামী মনির। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/আরএফ