কদমতলীতে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
২০ জুন ২০১৯ ১২:২৬
ঢাকা: রাজধানীর কদমতলিতে ছুরিকাঘাতে আলমাস শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুন) রাতে কদমতলীর রইচনগর এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলমাস পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছোট চিপা গ্রামের বাবুল মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে কদমতলীর মেরাজ নগর এলাকায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে আলমাস ছিল বড়। এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাত সে।
আলমাসের বাবা বাবুল শিকদার জানান, গতরাত ৯ টার দিকে একটি টেলিফোন পেয়ে আলমাস বাসা থেকে বেরিয়ে যায়। পরে রইচ নগর এলাকায় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। তার সঙ্গে থাকা কয়েকজন কিশোর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পান বলে জানান আলমাসের বাবা। তবে কেন তার ছেলেকে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছেন না বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আলমাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এসআর/এসএমএন