Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপিটুনিতে রেনু হত্যার মূলহোতা হৃদয় গ্রেফতার


২৪ জুলাই ২০১৯ ০১:২৫ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনার মূলহোতা হৃদয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি জানান, হৃদয়কে ধরতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় অভিযান চালানো হয়। ডেমরা জোনাল টিমের সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হাসান ফিরোজ অভিযানে নেতৃত্ব দেন।

ঘটনার দিন হৃদয় যে পোশাক পরে রেনুকে পিটিয়েছিলো সেই পোশাক উদ্ধারে হৃদয়কে নিয়ে অভিযান চালাচ্ছে ডিবি।

বিজ্ঞাপন

গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান মা তাসলিমা বেগম রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়।

এ ঘটনার পর এদিন রাতেই নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫শ জনকে আসামি করা হয়েছে। পরে সিসিটিভির ফুটেজ দেখে গণপিটুনিতে জড়িত কয়েকজনকে শনাক্ত করে পুলিশ।

সারাবাংলা/ইউজে/একে

গণপিটুনি গুজব ছেলেধরা ছেলেধরার সন্দেহ টপ নিউজ বাড্ডা রেনু হত্যা হৃদয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর