মোহাম্মদপুর থেকে ৫ ডাকাত গ্রেফতার
১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০০
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের সাদেকখান পেট্রোলপাম্প এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল। শুক্রবার গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম সারাবাংলাকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
গ্রেফতারকৃতরা হলো সজল চৌধুরী (২৫), আখতার হোসেন (৩৮), মাসুদ সরদার (২৮), আবুল হোসেন (৩৯) ও শহীদ ব্যাপারী (৩৫)। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এসআর/এমএস