কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
৬ জানুয়ারি ২০২০ ১৬:০৯
ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষনস্থলে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ সড়কের যান চলাচল।
সোমবার (৬ ডিসেম্বর) ঘটনাস্থল কুর্মিটোলায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেন তারা। বিকেল সাতে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে তারা সেখানে যান। কুর্মিটোলা গলফ ক্লাবের গেট থেকে শুরু করে পশ্চিম দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেট পর্যন্ত সড়কের পাশে দীর্ঘ মানবসারিতে দাঁড়িয়ে বিক্ষোভ জানাচ্ছেন তারা। ধর্ষকের গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছেন তারা।
‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই,’ ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দাও’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। কুর্মিটোলায় ঘটনাস্থল দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীদের কেউ কেউ। এসময় তারা সড়কের পাশে থাকা ঝোপঝাড় পরিষ্কারের দাবি জানান।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসহ শাহবাগ চত্বর।