স্কুল-ছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার ৫
২ মার্চ ২০১৮ ২৩:০১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছুরিকাঘাতে আহত দুই স্কুল ছাত্রের মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চারজনকে রাজধানীর যাত্রাবাড়ী ও একজনকে ঝালকাঠি জেলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাঁচজনের বয়সই ১৬ থেকে ২২ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন— শুভ, শামীম, সুজন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ওই পাঁচজনের গ্রেফতারের তথ্য স্বীকার করে বলেন, ‘বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’
এর আগে, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাকিবুল ও তার সহপাঠী ইমরান হোসেন মুন্নাকে (১৫) ছুরিকাঘাতে আহত করা হয়। ১ মার্চ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল মারা যায়। এদিকে ইমরান এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা দুজনই যাত্রাবাড়ী মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় বৃহস্পতিবার রাকিবুলের মা ময়না বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
রাকিবুল যাত্রাবাড়ীর মাতুয়াইলের পশ্চিমপাড়ার সুলতানের ছেলে। ইমরান একই এলাকার মির্জাবাড়ীর আব্দুল মান্নানের ছেলে।
সারাবাংলা/এসআর/আইজেকে