Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪তম বিসিএস পরীক্ষায় কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৯:৫০ | আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৪৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কোটাধারী প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে।

সোমবার (২৩ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নির্ধারিত কোটার স্বপক্ষে আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।

নির্ধারিত সময়ের পর ফরম দাখিল করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি।

বিজ্ঞাপন

এদিকে, সম্প্রতি পিএসসি ছয়টি বিসিএস শেষ করার রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট পদসংখ্যা ১ হাজার ৭১০টি।

সারাবাংলা/এনএল/এমপি