Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের হামলায় রাবিতে আহত ১৫


১ জুলাই ২০১৮ ১৪:১৭ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের রুখতে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়েছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল ১০ টা ও সাড়ে ১১ টায় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে দফায় দফায় এ হামলা চালানো হয়। হামলায় ১০-১৫ জন আন্দোলকারী আহত হয়।

এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে রাবি শাখার কোটা-সংস্কার আন্দোলনকারীরা রোববার সকালে মানববন্ধনের আহ্বান করেন। সকাল সাড়ে ৯ টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে বিপুল সংখ্যক শিক্ষার্থী। তারা অবিলম্বে কোটা সংস্কারের দাবি জানাতে থাকে।

বিজ্ঞাপন

মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখা কমিটির আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী আমরা অনেক দিন থেকে সুষ্ঠভাবে আন্দোলন করে আসছি। দেশে মেধাবীদের সুযোগ করে দিতে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের দাবিকে মেনে নিয়ে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই ঘোষণা দেয়া দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারির জন্য দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

হামলার বিষয়ে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফসলাল আহমেদ রুনু বলেন, প্রতিবার নির্বাচনের সময় আসলে প্রতিপক্ষরা বিভিন্ন ইস্যু তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ যদি এই রকমের বিশৃঙ্খল করার চেষ্টা চালায় তাদের এভাবেই প্রতিহত করা হবে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর