Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা আন্দোলনের প্রভাব নেই জবিতে


১ জুলাই ২০১৮ ১৮:২১ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জবি: সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রভাব থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এর ব্যতিক্রম ঘটেছে। কোটা আন্দোলনের কোন ধরনের প্রভাব পড়েনি ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে।

কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালসহ বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীরা শারীরিকভাবে হয়রানির শিকার হওয়ায় ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষনা দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারীরা। কিন্তু এসবের প্রভাব থেকে মুক্ত ছিল জবি ক্যাম্পাস।

আন্দোলনে সমর্থন দেয়া সামাজ কর্ম বিভাগের ২য় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেখানে ছাত্রলীগের সভাপতি প্রকাশ্য আন্দোলনকারীদের ঠেকানো কথা বলেন, সেখানে আন্দোলন করা একটু তো কঠিন হবেই। তবে আমরা এসব বাধা পেরিয়ে আগামী দিন থেকে আন্দোলন চালিয়ে যাব।

বিজ্ঞাপন

জবিতে আন্দোলনের কোনো প্রভাব না থাকার বিষয়টি জানতে চাইলে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমীন সারাবাংলাকে বলেন, আজকে প্রথম ক্যাম্পাস খোলার কারণে অনেকে এখনো বাসা থেকে আসেনি । অনেকে গতকাল এসেছে । আশা করছি সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ গ্রহণ করবে।

এবিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মো.তরিকুল ইসলাম বলেন, যারা বিরোধী দলের টাকা খেয়েছে তারাই মূলত কোটা আন্দোলন করছে।

সারাবাংলা/জেআর/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর