ঢাকা: অটিজম, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অতিরিক্ত সময় বরাদ্দ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ পাবে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৫ খ্রিষ্টাব্দের একটি পরিপত্র এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯৭তম সভার সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বলা হয়, অতিরিক্ত সময় সুবিধা পেতে হলে পরীক্ষার্থীর সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে। কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার আগে সনদ ও প্রবেশপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যাচাইকৃত তথ্য পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে প্রেরণ করতে হবে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে গালাসীল করে পাঠাতে হবে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাছে। উত্তরপত্রের প্যাকেটের ওপরে লাল কালি দিয়ে স্পষ্টভাবে লেখা থাকবে ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’।
পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা
স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৭:৩৫
৩ জুলাই ২০২৫ ১৭:৩৫
সারাবাংলা/এনএল/এমপি