Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম বারের মতো ডিইউপিএর পরিবেশ বিষয়ক উৎসব ‘ইকো-ফেস্ট ১.০’ অনুষ্ঠিত

ঢাবি করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৯:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে ‘পলিথিন দূষণ রোধে: নীতিনির্ধারণ থেকে বৃক্ষরোপণ’ শিরোনামে দিনব্যাপী ইকো-ফেস্ট ১.০ পালন করা হয়।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ডিইউপিএ) আর্থ ক্লাবের উদ্যোগে ‘ইকো-ফেস্ট ১.০’ শীর্ষক প্রথম পরিবেশ বিষয়ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ডিইউপিএ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে ‘পলিথিন দূষণ রোধে: নীতিনির্ধারণ থেকে বৃক্ষরোপণ’ শিরোনামে দিনব্যাপী এ উৎসবে ১০০ এর বেশি শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশবাদী একত্রিত হয়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংগঠনের সভাপতি নাহিদ খান সারাবাংলাকে বলেন, ‘উৎসবটি সৃজনশীল ভাবনা, নীতিনির্ধারণী সংলাপ এবং সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই এক আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. নাজনিন ইসলাম ও ড. নুসরাত জাহান চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপার্সন মোস্ত মারজিনা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, এবং ইএসডিও-এর প্ল্যানিং অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইউনিটের প্রধান মোশেউর রহমান।

বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন, আচরণগত পরিবর্তন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা নানান ইন্টারেক্টিভ পর্বে অংশ নেন। পরিবেশগত চ্যালেঞ্জের নীতিগত সমাধান নিয়ে ভাবতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতা। পাশাপাশি, একটি আলোকচিত্র প্রদর্শনীতে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সৌন্দর্যের বৈপরীত্য ফুটিয়ে তোলা হয়। পোস্টার প্রদর্শনীতে শিক্ষার্থীরা জলবায়ু ন্যায়বিচার ও প্লাস্টিকের টেকসই বিকল্প নিয়ে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি ইকো-ফ্রেন্ডলি পণ্যের স্টল। সেখানে ঘরোয়া খাবার, হস্তশিল্প ও পুনর্ব্যবহৃত পণ্য বিক্রি করা হয়। ডিইউপিএ আর্থ ক্লাবের নিজস্ব স্টলে টেকসই জীবনধারার বিভিন্ন উপায় তুলে ধরা হয়, যেখানে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ও প্লাস্টিক কমানোর নানা সচেতনতামূলক উপকরণ প্রদর্শিত হয়।

এই উৎসব ছিল নেটওয়ার্কিং ও সহযোগিতারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে অর্থবহ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন, যা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূল আন্দোলনের গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

‘ইকো-ফেস্ট ১.০’ শেষ হয় নতুন করে উদ্যোগ গ্রহণের অঙ্গীকারের মধ্য দিয়ে। নীতিনির্ভর সমাধান এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে উৎসবটি তরুণদের পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে ভূমিকা তুলে ধরে এবং বাংলাদেশের চলমান পরিবেশ সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার শক্তি প্রদর্শন করে।

সারাবাংলা/কেকে/এমপি

ইকো-ফেস্ট ১.০ ডিইউপিএ ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন