ঢাকা: বাংলা ভাষায় পাকিস্তানি কূটনৈতিকদের দক্ষতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা বিষয়ে ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ।
বুধবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ সাক্ষাৎরের সময় ঢাকার পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর কামরান দাঙ্গাল উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা বিনিময়ের সম্ভাব্যতা নিয়েও তারা মতবিনিময় করেন।
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে পাকিস্তান হাই কমিশনের সহায়তায় একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে উল্লেখ করে বলেন, তারা এধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চান।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করার জন্য ডেপুটি হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।