ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে।
বুধবার (৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (MCQ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে তাদের পরীক্ষার কেন্দ্র ও আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
এতে আরও বলা হয়, আগামী ১০ জুলাই পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুবিধা উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই।