Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৫:২২

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১ দশমিক ৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

বিগত ১১ বছরের এসএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাসের হারে এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪ শতাংশ।

তার মধ্যে ছাত্রদের পাসের হার ছিল ৮৭ দশমিক ৪১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৮৬ দশমিক ৬৪ শতাংশ। এরপর থেকে প্রতিবছর পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এমপি

এসএসসি ও সমমান পরীক্ষা পাসের হার ফলাফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর