Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছরপূর্তি উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি ঘোষণা

ঢাবি করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১২:০০ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৩:৩১

ঢাকা: জুলাই অভ্যুত্থানের প্রথম বছরপূর্তি উদযাপনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এসব বিজ্ঞপ্তিতে কর্মসূচির তথ্য জানান।

এর মধ্যে রয়েছে জুলাই বিপ্লব ও ছাত্রজনতার অভ্যুত্থানকে উপজীব্য করে প্রত্যেক অনুষদে একটি করে সেমিনার। হল, বিভাগ ও ইনস্টিটিউটগুলোর উদ্যোগে পৃথক আলোচনা সভা/সেমিনার, ‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কণ্ঠস্বর’ প্রতিপাদ্যে দুদিনের আন্তঃবিভাগ বিতর্ক উৎসব, জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে।

সেখানে বলা হয়, অভ্যুত্থানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ডকুমেন্টারি নির্মাণ করা হবে। শিক্ষার্থী নির্যাতনের ঘটনা স্মরণে ১৫ জুলাই প্রত্যেক আবাসিক হলে পৃথক কর্মসূচি গ্রহণ হবে। ১৪ জুলাই রাত ১০টায় এবং রাত ১২টায় আলাদাভাবে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করা হবে।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ১৫ জুলাই ক্যাম্পাসে প্রদর্শনী করা হবে। সেদিন থেকে ৫ অগাস্টের মধ্যে যেকোনো এক দিন সবার অংশগ্রহণে সার্বজনীন একটি কর্মসূচি গ্রহণ করা হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল গ্রাফিতি সংরক্ষণে একটি প্রকাশনা বের করা হবে। আন্দোলনে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা নিয়ে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের ব্যবস্থা করা হবে।

সারাবাংলা/কেকে/এমপি

ছাত্রজনতার অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর