ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের (১৭ জুলাই) পরীক্ষা ছাড়া পূর্বঘোষিত ৩ জুন ২০২৫ সালের সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ পরবর্তীতে জানানো হবে।’
এর আগে, সহিংস পরিস্থিতির কারণে গোপালগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সারা দেশের বাকি কেন্দ্রগুলোতে রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া বিষয়টি হলো- ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।
বুধবার রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের আজকের পরীক্ষা স্থগিত
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১১:৪৪
১৭ জুলাই ২০২৫ ১১:৪৪
সারাবাংলা/এনএল/এমপি