গোপালগঞ্জ: গোপালগঞ্জে চলমান অস্থির পরিস্থিতি ও কারফিউ জারির প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বর্তমানে গোপালগঞ্জ শহরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শহরজুড়ে ১৪৪ ধারা জারি রয়েছে এবং সন্ধ্যার পর থেকে আনুষ্ঠানিকভাবে কারফিউ কার্যকর করা হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়তে পারে, তাই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হন। শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ১৪৪ ধারা এবং পরে সন্ধ্যার পর থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন।
সাম্প্রতিক এই সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষার্থীরা দ্রুত পরিস্থিতির উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।