ঢাকা: ১৮তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোডের সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
সম্প্রতি (এনটিআরসিএ) পরিচালক আবদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, যেসব উত্তীর্ণ প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি, ডাউনলোডের পর সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন অথবা যে কোনো কারণে তা হারিয়ে ফেলেছেন, তারা নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিয়ে আবারও সার্টিফিকেট ডাউনলোডের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে তার নিবন্ধন পরীক্ষার রোল নম্বর, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদন বাহক, সরাসরি, ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে হবে।
এছাড়া আবেদনের সময় সংযুক্তি হিসেবে ই-প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোডের জন্য নির্ধারিত আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
১৮তম শিক্ষক নিবন্ধনের ই-প্রত্যয়নপত্র আবারো ডাউনলোডের সুযোগ
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ০৮:৩৬
১৮ জুলাই ২০২৫ ০৮:৩৬
সারাবাংলা/এনএল/এমপি