Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসির পুনঃনিরীক্ষণের ফলাফল সংশোধন প্রক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১১:০০

ঢাকা: চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তোষ জানিয়ে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।

জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় ফল পুনঃনিরীক্ষার জন্য মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭১ হাজার ৩৪, অর্থাৎ এক বছরের ব্যবধানে আবেদন বেড়েছে ২১ হাজার ৮২৯।

শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। তিনি জানান, নিয়মানুযায়ী ফল প্রকাশের সময়সীমা ৩০ দিন। সেই হিসাবে আগামী মাসের মধ্যভাগেই ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। ফলাফল নিয়ে যারা অসন্তুষ্ট ছিলেন, তারা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে নির্ধারিত বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।

কোন বিষয়ে কত আবেদন

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বোর্ডে সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে গণিত বিষয়ে। ১০৯ কোডের গণিতে ৪২ হাজার ৯৩৬ জন ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮, ভূগোল ও পরিবেশে ৩ হাজার ১৫৪, ইসলাম ও নৈতিক শিক্ষায় ১৬ হাজার ৭৯৮, হিন্দু-বৈাদ্ধ-খ্রিস্টানে যথাক্রমে এক হাজার ৩১৮, ২৮ এবং ২৪ জন, উচ্চতর গণিতে ৯ হাজার ৭৭৮, বিজ্ঞানে ৬ হাজার ৯৪৯, কৃষি শিক্ষায় ৩ হাজার ৭৭৫, পদার্থ বিজ্ঞানে ১৬ হাজার ২৩৩, রসায়নে ১৪ হাজার ৪৭২, জীববিজ্ঞানে ১১ হাজার ৭৮৪, পৌরনীতি ও নাগরিকতায় এক হাজার ১৯৬, অর্থনীতিতে ৯৪০, ব্যবসায় উদ্যোগে ২ হাজার ৭৮৪, হিসাববিজ্ঞানে ২ হাজার ৫৫২, চারু ও কারু কলায় ৬, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১৪ হাজার ৫১৯, গার্হস্থ্য বিজ্ঞানে ৮৩৬, ফিন্যান্স ও ব্যাংকিং ৪ হাজার ৪৫৭, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় এক হাজার ৮৪৩ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৯০ জন ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন।

ফলাফল সংশোধন প্রক্রিয়া:
পুনঃনিরীক্ষণের আবেদন মানেই নতুন করে খাতা মূল্যায়ন নয়, বরং উত্তরপত্রে নম্বর গণনায় ভুল, প্রশ্ন বাদ পড়া, ওএমআর শিটে নম্বর না ওঠানো বা ভুল বৃত্ত ভরাট হয়েছে কি না-এসব যাচাই করা হয়। এসব ক্ষেত্রেই সংশোধন করে ফলাফল নতুন করে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

সারাবাংলা/এনএল/এমপি

এসএসসি ও সমমান পরীক্ষা ফল পুনঃনিরীক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর