ঢাকা: কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্পট অ্যাডমিশন নেওয়া হচ্ছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৯ম মাইগ্রেশনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একই শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০ জুলাই স্পট অ্যাডমিশনের জন্য নির্বাচিত তালিকাও দেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করার সময় শেষ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব শিক্ষার্থী ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় ধাপে অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়ে মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ১৬ ও ১৭ জুলাই তারিখের মধ্যে তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করতে বলা হয়।
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শূন্য আসনের জন্য প্রকাশিত তালিকা ও বিস্তারিত এই ঠিকানায় জানতে পারবেন।