ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তারের বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইংরেজি বিভাগের একদল শিক্ষার্থী।
বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
স্বারকলিপিতে উল্লেখ করে তারা বলেন, ‘‘ড. নীলিমা আক্তার, যিনি আওয়ামীপন্থী নীল দলের সাবেক সিন্ডিকেট সদস্য, গত জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আসছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তিনি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানকে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা বলে আখ্যায়িত করেন। এই ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা তার ক্লাসে বর্জন করলেও, অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিভাগ থেকে তার বিরুদ্ধে কোনো শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তার প্রতি সমর্থন জানানো হয়েছে।’’
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) ড. নীলিমা আক্তার তার একটি সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাসে গতবছর জুলাই থেকে আজ অবধি সব লাশের দায় ‘আন্দোলনকারীদের’ ওপর চাপিয়েছেন।
এমতাবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা দুটি দাবি পেশ করে। দাবিগুলো হলো:
ড. নীলিমা আক্তারকে অবিলম্বে ও স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক।
তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।