Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪তম বিসিএস প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৮:৩৪

ঢাকা: ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ও নন ক্যাডার পদে অপেক্ষমান প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাদেরকে গুগল ফরম পূরণের জন্য নির্দেশনা দিয়েছে পিএসসি।

মঙ্গলবার (২৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বি.সি.এস. এ ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাদের মধ্যে যারা এখনো গুগল ফরম পূরণ করেননি, তাদেরকে আবশ্যিকভাবে পূরণ করার জন্য পুণরায় অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিলকৃত তথ্যাদির ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

যারা ইতোমধ্যে গুগল ফরম পূরণ করেছেন তারা সংরক্ষিত তথ্যাদি এই ঠিকানায় দেখা যাবে।

সারাবাংলা/এনএল/এমপি

৪৪তম বিসিএস পিএসসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর