ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালাচ্ছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর নেতারা। এ পর্যন্ত চার জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।
অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
অনশন গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে শুরু হয় এবং বুধবার বিকেল পর্যন্ত চলছিল। সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ শুরু করেছেন।
গতকাল সন্ধ্যায় অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সাক্ষাৎ করেন। তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন হতে পারে এবং শিগগিরই বৃত্তি প্রদান শুরু হবে।”
তবে অনশনরত শিক্ষার্থীরা মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “সুনির্দিষ্ট ও লিখিত কোন সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। আমরা শুধু মৌখিক কথায় সন্তুষ্ট হব না।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনশনরতদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন। এছাড়াও ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন অনশনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
- সম্পূরক বৃত্তি কার্যকরের তারিখ ঘোষণা।
- জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।
- ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও স্বাস্থ্যকর খাবার, লাইব্রেরির সুযোগ বৃদ্ধি এবং এসি সুবিধা নিশ্চিত করা।