Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএস প্রিলিমিনারিতে অংশ নিতে বাকৃবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস

বাকৃবি করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সেবা চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সেবা চালুর ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় শিক্ষার্থীদের যথাসময়ে পৌঁছে দিতে সকাল ৮টা ১৫ মিনিটে জব্বারের মোড় থেকে দুটি বাস টাউন হলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরীক্ষা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে একই স্থান থেকে বাসগুলো শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনবে।

বিজ্ঞাপন

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ জানান, উপাচার্যের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্থবির পরিস্থিতির কারণে প্রথমে বাস চালুর পরিকল্পনা ছিল না। তবে উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সার্ভিসটি চালু করা হয়েছে।’

সারাবাংলা/এমপি

আবাসিক শিক্ষার্থী বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিসিএস পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর