ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের প্রতীক ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের মাধ্যমে নিহত হন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহিদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।
ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম বলেন, ‘শহিদ আবরার ফাহাদ তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে। তার প্রতিবাদ ও প্রতিরোধ আজকের জুলাই বিপ্লবের বীজ বপন করেছে।’
আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আবরার ফাহাদ কোনো দলের নয়; তিনি আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তার প্রতীককে মান্য করতে হলে আমরা আগ্রাসনের বিরুদ্ধে একত্রিত হতে হবে।’
সেমিনারে বক্তব্য রাখেন লেখক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান, আপ বাংলাদেশ-এর মুখ্য সংগঠক রাফে সালমান রিফাত, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, জবানের সম্পাদক রেজাউল করিম রনি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
উদ্বোধন ঘোষণা করেন আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ।
বক্তারা আবরারের শহিদ হওয়াকে দেশের ছাত্র সমাজে নতুন প্রজন্মের মধ্যে স্বাধিকার, ন্যায্যতা ও স্বাধীনচেতা আন্দোলনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।