Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারুকলায় শরৎ উৎসবের অনুমতি বাতিল, এবার আয়োজন করবে ঢাবি কর্তৃপক্ষ

ঢাবি করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৬:০৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৩০

শরৎ উৎসব। ছবি: সংগৃহীত

ঢাকা: বিগত ফ্যাসিবাদী শাসনামলে ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’-এর বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃপক্ষ ‘শরৎ উৎসব ১৪৩২’ এর অনুমতি বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এক বিবৃতিতে জানান, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ অনুষদে প্রেরণ করা হয়। আয়োজকরা তথ্য গোপন রেখে অনুমতির আবেদন করেছিলেন। অনুসন্ধান ও যাচাইবাছাইয়ের পর এই অনুমতি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

চারুকলা অনুষদ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় দেশের ঋতুভিত্তিক সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল্যবোধকে সমর্থন করে। তাই আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় ঢাবির তত্ত্বাবধানে উৎসবটি অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/কেকে/এমপি
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর