Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি ফলাফল
জিপিএ–৫ কমেছে ৭৬ হাজারের বেশি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১০:৪৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১১:৪১

ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ১২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন পরীক্ষার্থীর মধ্যে এবার জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ এবার জিপিএ–৫ কম পেয়েছে ৭৬ হাজার ৮১৪ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়।

এ বছর মোট উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

পরীক্ষার্থী ও বোর্ডভিত্তিক তথ্য

বিজ্ঞাপন

গত ২৬ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষায় অংশ নেয় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম।

এসব শিক্ষার্থী দেশের ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের তুলনায় ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব শিক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে পরীক্ষা দেন।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। এই পরীক্ষার্থীরা ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের অধীনে ৭৩৩টি কেন্দ্রে অংশ নেন।

এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল জানার উপায়

পরীক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবেন—

ওয়েবসাইট (শিক্ষা বোর্ডভিত্তিক):
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd – এ গিয়ে Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানভিত্তিক EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

জাতীয় ওয়েবসাইট:
www.educationboardresults.gov.bd -এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানা যাবে।

মোবাইল এসএমএস:
মোবাইল থেকে HSC Board name (প্রথম ৩ অক্ষর) Roll Year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2024 লিখে 16222–এ পাঠাতে হবে।

সারাবাংলা/এনএল/এমপি