Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়ায় দর্শন বিভাগ বাতিলের প্রতিবাদে তিতুমীরে শিক্ষার্থীদের মানববন্ধন

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫ ০১:২০

ঢাকার সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়ায় দর্শন বিভাগ অন্তর্ভুক্ত না থাকায় নিজেদের ঐতিহ্য এবং স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আজ সোববার ( ২৭ অক্টোবর) সকাল ১১ টায় তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তিতুমীর কলেজের দর্শন বিভাগ দীর্ঘদিন ধরে একাডেমিক উৎকর্ষ, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের ধারক-বাহক হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি কিছু প্রশাসনিক সিদ্ধান্ত ও কাঠামোগত পরিবর্তনের কারণে বিভাগের স্বাতন্ত্র্যতা ও ঐতিহ্য ক্ষুণ্ণ হচছে।

বিজ্ঞাপন

তারা বলেন, কোন মানুষকে স্বাধীন ও মুক্তচিন্তার অধিকারী হতে হলে দর্শন শিক্ষার বিকল্প নেই। এ বিভাগ শুধু একটি বিষয় নয়, এটি চিন্তার বিকাশের কেন্দ্র।আমরা চাই তিতুমীর কলেজের দর্শন বিভাগ তার নিজস্ব মর্যাদা ও ঐতিহ্য বজায় রাখুক।

এসময় দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন বলেন, যদি এই ক্যাম্পাসে আমার বিভাগ না থাকে, তবে আমারও অস্তিত্ব থাকবে না। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যা যা করা প্রয়োজন, আমরা তাই করব।

তিনি বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলনে যেমন আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, আজ তেমনি সাত কলেজ থেকে আমাদের প্রাণের বিভাগটিকেও কেড়ে নেওয়ার পাঁয়তারা চলছে। যদি এই বিভাগ বাতিল করা হয়, তবে পুরো মহাখালী অচল হয়ে যাবে।

‎দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী নুরুদ্দিন জিসান বলেন,  বাংলাদেশ সরকার সরকারি সাত কলেজকে নিয়ে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পরিকল্পনা করছে। সেই উদ্যোগের অংশ হিসেবে সাত কলেজ থেকে ১৭টি বিভাগ বাতিলের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দর্শন বিভাগ বাতিল করার পাঁয়তারা চলছে।

তিনি  বলেন, দর্শন বিভাগ থেকেই গড়ে উঠেছেন অসংখ্য মেধাবী ও দার্শনিক, যারা বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে এগিয়ে নিচ্ছেন। তাই যদি দর্শন বিভাগ বাতিলের চেষ্টা করা হয়, তিতুমীর কলেজের দর্শন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস