Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি-বিপসট চুক্তি

ঢাবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৫:২৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৬:২৬

ঢাবির অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিপসটের ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ চুক্তিতে সই করেন।

ঢাকা: শান্তিরক্ষা কার্যক্রমে গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন্স ট্রেনিং (বিপসট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিপসটের ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিপসটের সিনিয়র ইনস্ট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন, জিএসও-১ (প্রশিক্ষণ) লে. কর্নেল শেখ মো. মুরাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, আগামী দশ বছর মেয়াদে উভয় প্রতিষ্ঠান শান্তিরক্ষা কার্যক্রম-সংক্রান্ত গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণে যৌথভাবে কাজ করবে। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এ সহযোগিতার আওতায় শিক্ষক, শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পারস্পরিক সফর আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের শীর্ষ একাডেমিক প্রতিষ্ঠান ও শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের এই অংশীদারিত্ব জ্ঞানভিত্তিক শান্তি অধ্যয়ন ও প্রশিক্ষণকে নতুন মাত্রা দেবে। এটি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।’

সারাবাংলা/কেকে/এমপি
বিজ্ঞাপন

শহীদ সোহাগের মরদেহ উত্তোলন
৫ নভেম্বর ২০২৫ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর