ঢাকা: প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয চত্ত্বরে কর্মসূচিতে শিক্ষার্থীরা গান গেয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ প্রকাশ করেন এবং গানের মাধ্যমে ক্যাম্পাসে প্রতিবাদ র্যালি করেন। বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরাও এ র্যালিতে অংশ নেন।
সংগীত বিভাগের শিক্ষার্থী পারমিতা সাহা বলেন, ‘প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছে। পদগুলো পুনর্বহাল না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’
অন্য শিক্ষার্থী ফয়সাল কবির বলেন, ‘কর্তৃপক্ষ এখনও জানায়নি কেন এই দুটি পদ বাতিল করা হয়েছে। আগামী রবিবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ একত্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবে।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসীব বলেন, ‘প্রাথমিক পর্যায়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ থাকা অবশ্যই প্রয়োজন। বিশ্বের উন্নত দেশগুলোতে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়, বাংলাদেশে পদগুলো বাতিল করা হচ্ছে।’
জবি সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায় বলেন, ‘সংগীতের জন্য বাঙালি দাঁড়াতে হবে— এটি কখনও কল্পনাও করতে পারিনি। প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করতে হবে। যতদিন না পদগুলো কার্যকর হয়, শিক্ষার্থীরা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।’
উল্লেখ্য, ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালা জারি হওয়ার পর সংগীত ও শরীরচর্চা শিক্ষকের পদ নতুন করে সৃষ্টি করা হয়েছিল। তবে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার ওই পদগুলো বাতিল করে।