Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১১:১৫

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নতুন করে ৪৪তম বিসিএস পরীক্ষার পরিবর্ধিত ও সম্পূরক ফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ৬৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ‘ত্রুটি-বিচ্যুতি’ কাটিয়ে তৃতীয়বারের মতো এ ফলাফল প্রকাশ করল পিএসসি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার ফল প্রস্তুতের সময় দেখা যায়—কয়েকজন প্রার্থী ইতোমধ্যে আগের বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে ৪৪তম বিসিএসের ফলেও তারা একই ক্যাডার বা পছন্দক্রমে পদে মনোনয়নযোগ্য হন।

বিজ্ঞাপন

এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর জারি করা সংশোধিত বিধিমালার আলোকে পিএসসি সিদ্ধান্ত নেয়, এসব প্রার্থীর জন্য পুনরায় নিয়োগ সুপারিশ করা হবে না।

পরে কমিশন মেধাতালিকা ও প্রচলিত কোটা অনুসারে তাদের পরিবর্তে অন্যান্য যোগ্য প্রার্থীদের বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিভিন্ন ক্যাডারের মোট ১ হাজার ৭১০ শূন্য পদের মধ্যে ১ হাজার ৬৭৬ পদে এখন সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফলাফল দেখা যাবে এই ঠিকানায়।

বিজ্ঞাপন

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা
১২ নভেম্বর ২০২৫ ১০:৫৬

আরো

সম্পর্কিত খবর