Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ভর্তি আবেদনের সময় বাড়লো, শেষ হবে ১৯ নভেম্বর

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৪:০৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৫

ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৯ অক্টোবর দুপুর ১২টায় ভর্তি আবেদন শুরু হয় এবং ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার কথা ছিল। তবে বর্ধিত সময় অনুযায়ী এখন ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ নভেম্বর উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ফল পরিবর্তনের কারণে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা যাতে সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই বিবেচনায় ভর্তি-সংক্রান্ত অন্যান্য সব তারিখ অপরিবর্তিত রেখে আবেদন সময়সীমা তিন দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে ঢাবির পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে— ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।