Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু নির্বাচন
এজেন্টের কাছে প্রার্থীর তালিকা পাওয়ার অভিযোগ

জবি করেসপন্ডেন্ট:
৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৪:৫০

সংবাদ সম্মেলনে ইউটিএল-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. বিল্লাল হোসেন। ছবি: সারাবাংলা

জবি: শহীদ সাজিদ ভবনের কয়েকটি বুথে অসংগতির অভিযোগ তুলেছেন ইউনির্ভাসিটি টিচার্স লিংক(ইউটিএল) জবি চ্যাপ্টার। ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের সব প্রার্থীর ছবি রয়েছে বলে জানান তারা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জরুরি এক সংবাদ সম্মেলনে ইউটিএল এর কেন্দ্রীয় সদস্য সচিব ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিল্লাল হোসেন এ কথা বলেন।

অধ্যাপক ড বিল্লাল হোসেন বলেন, ‘খুব শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলেও কয়েকটি কেন্দ্রে অসংগতি দেখা দিয়েছে। শহীদ সাজিদ ভবনের কয়েকটি বুথে আমি অসংগতি পেয়েছি। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের সব প্রার্থীর ছবি রয়েছে।’

বিজ্ঞাপন

ভোটারদের লিস্ট দেখাচ্ছেন একজন শিক্ষক

তিনি আরোও বলেন, ‘একজন এজেন্টের হাতে বড় বই। বই উল্টাচ্ছে বইয়ের উলটো পাশে একটি নির্দিষ্ট প্যানেলের নামসহ পরিচিত রয়েছে।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে থেকে এ লিস্ট কীভাবে এজেন্টের কাছে চলে আসলো?’

অধ্যাপক বিল্লাল বলেন, ‘এর বিরুদ্ধে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবাদ জানিয়েছি এবং এগুলো সংগ্রহ করে বাতিল করতে বলেছি। যারা এর সাথে জড়িত তাদের শাস্তির কথা বলেছি। আমরা শিক্ষকরা এত কষ্ট করে নির্বাচনের আয়োজন করেছি। শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করে এ নির্বাচনের আয়োজন করেছে। আমরা সর্বদাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই।’

নির্বাচন সার্বিক পরিস্থিতি নিয়েও নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর