Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন

রাবি করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২১:৫৫

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানির ফিল্টার স্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু)।

রোববার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়াম ও জিমনেসিয়ামে ফিল্টার স্থাপন করেন তারা।

এসময় রাকসুর মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, ‘ইতিমধ্যেই আমরা অধিকাংশ হলগুলোতে পানির ফিল্টার স্থাপন করেছি। এর ধারাবাহিকতায় আজকে স্টেডিয়াম, ছেলেদের ও মেয়েদের জিমনেসিয়ামে পানির ফিল্টার স্থাপন করেছি। ধারাবাহিকভাবে আমরা সবগুলো পাবলিক প্লেসেই পানির ফিল্টার দেওয়া শেষ করব, যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করতে পারে।’

বিজ্ঞাপন

এ সময় রাকসুর সহকারী ক্রিড়া সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ নুন বলেন, ‘আমাদের আজকের কার্যক্রম হলো খেলাধুলার স্থানগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, যেটি আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য ফিল্টার স্থাপন করে দিয়েছি। শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ বিশুদ্ধ পানির জন্য উদ্বেগ প্রকাশ করেছিল এবং আমাদেরকে জানানোর পর আমরা এর সর্বোচ্চ চেষ্টা করেছি। ছেলে ও মেয়েদের জিমনেসিয়াম এর কাজও প্রায় শেষের দিকে। ইতোমধ্যে আমরা বিভিন্ন হলগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি।’

তিনি আরও জানান, আজকে আমরা ৩টি ফিল্টার স্থাপন করেছি। তার মধ্যে ১টি স্টেডিয়ামে, ১টি ছেলেদের জিমনেসিয়ামে এবং ১টি মেয়েদের জিমনেসিয়ামে। ধীরে ধীরে আমরা সকল অ্যাকাডেমিক ভবনগুলোতেও এমন বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করব।

সারাবাংলা/এনএমই/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর