Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের জবি শিবিরের নেতৃত্বে জকসুর ভিপি-জিএস

জবি করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২১:১৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২২:০৭

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় সভাপতি ও সেক্রেটারি হয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল।

সোমবার (১২ জানুয়ারি) ছাত্রশিবিরের সদস্য সমাবেশ এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জবি শাখা শিবিরের অফিসে কমিটি গঠনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সই করা ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহীম খলীলকে মনোনীত করা হয়। সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী মিটিং-এর মাধ্যমে সম্পাদকীয় বাকি পদ এবং সদস্য নির্বাচিত করা হবে বলে জানান নবনির্বাচিত সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।

এর আগে ৮ জুলাই ষান্মাসিক কমিটি ২০২৫ এ সভাপতি ও জেনারেল সেক্রেটারি নির্বাচন হয়েছিলেন মো. রিয়াজুল ইসলাম এবং আব্দুল আলিম আরিফ। জকসু নির্বাচন ২০২৫ এ ভিপি ও জিএস পদেও তারা নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর