Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৫:০৩

মশার উপদ্রব নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করা হয়েছে।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ।

সম্প্রতি আশঙ্কাজনক হারে মশার প্রকোপ বেড়েছে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে এবং শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক রাখতে এই কর্মসূচি পালন করেছেন তারা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একাধিক টিমে ভাগ হয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, প্যারিস রোডের বিভিন্ন ড্রেন ও নর্দমায় ওষুধ ছিটানো হচ্ছে। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, ‘এই কর্মসূচির পাশাপাশি যদি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়, তাহলে আরও ভালো হবে এবং ড্রেন পরিষ্কার ও পানি জমতে না দেওয়ার ব্যবস্থা করলে মশা নিধন আরও কার্যকর হবে। সব মিলিয়ে, রাকসুর এই উদ্যোগ আমরা সাধুবাদ জানাই।’

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত রাখতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়ার এবং চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একদিনের কর্মসূচি নয়। প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘রাকসুর এই মশা নিধন কর্মসূচি রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি এই উদ্যোগের মাধ্যমে মশার উপদ্রব কিছু হলেও কমবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকসুর সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু, কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক কামলি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর