Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২২:২৩

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি: সংগৃহীত

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় প্রায় ৩০জন কিশোর ও তরুণকে কানে ধরে উঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৬ জানুয়ারির ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় প্রায় ৩০ জন তরুণকে একটি সারিতে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। এসময় তাদের সামনে একটি লাঠি হাতে পায়চারি করতে দেখা গেছে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর