Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

জবি করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৯:০৯

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম বর্ষের (২০২৫-২৬ সেশন) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১৯ এপ্রিল।

শুক্রবার (৩০জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ (২১ তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্লাস ১৯ এপ্রিল শুরু হবে এবং আগামী ২ দিনের ভিতরে বি ইউনিটের ফলাফল প্রকাশ করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ‘২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল ২২ জুন ২০২৫ এবং ২০২৫-২০২৬ সেশনের ক্লাস দুইমাস এগিয়ে এপ্রিলে নিয়ে আসা হয়েছে। আগামী বছর এটিকে আরও এগিয়ে নিয়ে এসে সেশন জটের সমস্যাটা নির্মূল করা হবে।’

বিজ্ঞাপন

ভর্তির ফল বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সি এবং এ ইউনিটের রেজাল্ট নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, আশাকরি আমরা বি ইউনিটে এটিও সমাধান করতে সক্ষম হব।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর