ঢাবি: দ্বিতীয়বারের মতো পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসুর) নেতা সর্বমিত্র চাকমা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সর্বমিত্র বলেন, ‘শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটা গণবিরোধী আখ্যায়িত করছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা।
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা বলেছে, বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ করুন। তাই আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর গঠনতন্ত্র পদত্যাগের এ বিষয় সমর্থন করে না।’
ডাকসুর গঠনতন্ত্রের ১২ এর ‘খ ধারায় বলা হয়েছে, ‘কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে তার অবশিষ্ট মেয়াদের জন্য এখানে নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদটি পূরণ করা হবে।’
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিশু-কিশোরদের কান ধরিয়ে উঠবস করানো ও লাঠি হাতে শাসন করায় সমালোচনার মুখে গত বুধবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এর আগে তিনি বামপন্থী নেতাদের বিচার না করলে ডাকসুর সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
গত বছর ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন সর্বমিত্র। দায়িত্ব নেওয়ার পর একের পর এক ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।