Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ কনসার্ট অনুষ্ঠিত


১০ ডিসেম্বর ২০১৮ ১৯:০১

স্টাফ করেসপন্ডেন্ট ।।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কনসার্ট। দেশের নামকরা ও জনপ্রিয় ব্যান্ডদল অংশ নেয় এই আয়োজনে। কনসার্টটি অনুষ্ঠিত হয় শনিবার (৮ ডিসেম্বর)। ব্যান্ড দল ‘ব্ল্যাক’, ‘পাওয়ারসার্জ’, ‘ওউন্ড’, ‘পার্পল হেইজ’ মাতিয়ে রাখে সেখানে উপস্থিত শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত বাংলাদেশের ব্যান্ড সংগীত ইতিহাসের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হয়। এ সময় কনসার্ট প্রাঙ্গণ এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়।

আইয়ুব বাচ্চু সম্পর্কে পার্পল হেইজের ভোকাল নয়ন ইব্রাহিম বলেন, ‘আইয়ুব বাচ্চুকে আমরা মানুষের মাঝে জীবিত রাখব আমাদের সংগীত দিয়ে। তাদের মতো মানুষদের জন্যই আমরা রক মিউজিক করতে পারছি।’

এর আগে অনুষ্ঠান শুরু হয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে।

সারাবাংলা/আরএসও/পিএ

কনসার্ট কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর