Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের বিক্ষোভে ২ ঘণ্টা অবরুদ্ধ ঢাকা কলেজের অধ্যক্ষ


২৮ মার্চ ২০১৯ ১৬:৩৬

ঢাকা: বাস সংকট নিরসনসহ ক্যাম্পাসের নানা সমস্যা সমাধানের দাবিতে ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জম হোসেন মোল্লাহকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

দাবি আদায়ে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের কার্যালয়ে যায় শিক্ষার্থীদের প্রতিনিধি দল। এসময় অধ্যক্ষ সমস্যা সমাধানের কার্যকর কোনো আশ্বাস দিতে না পারায় আবারও বিক্ষোভ শুরু করে তারা। একপর্যায়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানায় ঢাকা কলেজ ছাত্রলীগ। পরে বেলা দেড়টার দিকে রোববারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলে এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ২৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলের ব্যবস্থা আছে ২ হাজারেরও কম। বাস আছে মাত্র ৪টি। ফলে ক্লাস করতে শিক্ষার্থীদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া, ক্যান্টিনে উচ্চ মূল্যের খাবার, ক্যাম্পাসে যথাযথ গ্রন্থাগার না থাকা, জরাজীর্ণ আবাসিক হল, রিডিং রুম সংকটসহ নানা সমস্যা রয়েছে। তাই বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হয়েছে।

আন্দোলনের আহ্বায়ক মুশফিকুর রহিম বলেন, বাস সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা। সর্বশেষ এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় আমাদের অধ্যক্ষের কার্যালয় অবরোধের মতো কর্মসূচি দিতে হয়েছে। শিগগিরই সমস্যা সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ বলেন, ‘বাসের জন্য অনেক আগেই প্রধানমন্ত্রীর দফতরে আবেদন করা হয়েছে। শিক্ষামন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে বিআরটিসির কাছে ভাড়ায় ২টি ডাবল ডেকার বাস চেয়েছি। আশা করছি শিগগিরই বাস সমস্যার সমাধান হবে।’

উল্লেখ্য, কলেজের বাস সমস্যা সমাধানসহ ৫ দফা দাবিতে গত ২০ মার্চ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএইচ/একে

ঢাকা কলেজ বাস সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর