Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকারুননিসার সভাপতি-ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


২ মে ২০১৯ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলনে অভিভাবকরা

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবকদের একাংশ।

বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব অভিযোগ তুলে ধরেন অভিভাবকরা। অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান এ কে এম খোরশেদ আলম খান।

খোরশেদ আলম খান লিখিত বলেন, ‘গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদারসহ অন্য সদস্যরা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম মিলে ছাত্রী ভর্তি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাখা প্রধান নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কয়েকদফা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষর মেয়াদের শেষদিকে কলেজটির অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্যতাসম্পন্ন শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য অভিভাবকরা দাবি করলেও নিয়োগ কমিটি তাদের পছন্দের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে অর্থের বিনিময়ে অধ্যক্ষ নিয়োগের পাঁয়তারা করেন। গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ অনিয়মের চিত্র তুলে ধরে গত ২৩ এপ্রিল লিগ্যাল নোটিশ দিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে এ অভিভাবক বলেন, ‘৩০ নম্বরের মধ্যে অন্তত ১০ পাওয়া ব্যক্তিকে নিয়োগ করা হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু যিনি মাত্র তিন নম্বর পেয়েছেন তাকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। অভিভাবক সমাজ এটি কখনো মেনে নেবে না।’

‘আপনারা ব্যক্তির বিরুদ্ধে নাকি অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন’ সাংবাদিকরা জানতে চাইলে খোরশেদ আলম বলেন, ‘কোনো ব্যক্তির বিষয়ে আমাদের অভিযোগ নেই। আমাদের অভিযোগ প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে। যারা অনিয়ম করেন আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে।’

সংবাদ সম্মেলনে অভিভাবকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম রানা, মাজহারুল ইসলাম তুহিন, আবদুল মজিদ সুজন, আনিসুর রহমান আনিছ, জাহাঙ্গীর আলম চৌধুরী ও রবিউল হাসান ইমন।

সারাবাংলা/ইউজে/একে

অধ্যক্ষ নিয়োগ ভিকারুননিসা ভিকারুননিসার দুর্নীতি